গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আঞ্চলিক উপপরিচালকের কার্যালয়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চল, কমিল্লা।
E-mail: [email protected]
স্মারক নং-মাউশি/ডিডিকুম/২০২১/ ৪৪৯
তারিখ-২৯/০৯/২০২১ খ্রি.।
বিষয় : শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা কমিটি গঠন প্রসঙ্গে।
উপযুক্ত বিষয়ের আলােকে জানানাে যাচ্ছে যে, অত্র অঞ্চলাধীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা
কমিটি গঠন করা হয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের নামের তালিকা (NikoshBAN Word format)
প্রেরণ এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা কমিটি গঠন করা হয় নাই সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে
নৈতিকতা কমিটি গঠন করে তালিকা আগামী ০৩/১০/২০২১ খ্রি. তারিখের মধ্যে অত্র অফিসে প্রেরণ করার জন্য অনুরােধ করা হলাে। বিষয়টি অতীব জরুরী।
(রােকসানা ফেরদৌস মজুমদার)
উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা।
০৮১-৭৬১৮১
জেলা শিক্ষা অফিসার (সকল)
অত্র অঞ্চল।
Copyright © 2015 All rights Reserved
Powered by: Rapid IT